FmD4FRX3FmXvDZXvGZT3FRFgNBP1w326w3z1NBMhNV5=
items

Viral: বয়স ৭৩, ৪০ ফুট উঁচু থেকে গঙ্গায় ঝাঁপ, মুহূর্তেই ভাইরাল, দেখুন ভিডিও

 বয়স ৭৩। তাতে কী হয়েছে। তিনি এখনও চ্যালেঞ্জের সাথে জীবন উপভোগ করতে ভালবাসেন। তাই সাবলীলভাবে চল্লিশ ফুট উঁচু ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিতে পারেন৷ শুধু তাই নয় জলের প্রবল স্রোত উপেক্ষা করে সহজেই সাঁতার কাটতে পারেন। 

Viral: বয়স ৭৩, ৪০ ফুট উঁচু থেকে গঙ্গায় ঝাঁপ, মুহূর্তেই ভাইরাল, দেখুন ভিডিও
গঙ্গায় ঝাঁপ দিচ্ছেন ৭৩ বছর বয়সী এক বৃদ্ধা


যার কথা বলছি তিনি হরিয়ানার সোনপতের বাসিন্দা ওমওয়াতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধা চল্লিশ ফুট উঁচু ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিচ্ছেন। অবশ্য তাঁকে বৃদ্ধা বললে হয়তো তাঁর জীবনীশক্তিকেই খাটো করা হবে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হরিদ্বারের হর কি পুরিতে একটি সেতুর রেলিংয়ের ফাঁক দিয়ে গঙ্গায় ঝাঁপ দিচ্ছেন ওই মহিলা। তাকে মহড়া দেখতে গঙ্গার দুই ধারে প্রচুর ভিড় জমেছিল ভিডিওতে দেখা যায়, সেই সময় গঙ্গার জলে যথেষ্ট স্রোত ছিল।



তবে বৃদ্ধা পিছপা হননি, সেতুর রেলিং-এর ফাঁক গলে চল্লিশ ফুট উঁচু সেতু থেকে লাফ দেন। সবাই ভাবছে কী হয়, কী হয়! গঙ্গায় পড়ার সাথে সাথেই সে ভেসে ওঠেন এবং এর পর সহজেই সাঁতরে পাড়ের দিকে এগিয়ে যান৷

ভাইরাল এই ভিডিও দেখে অনেকেই মিশ্র মন্তব্য করেছে। অনেকেই এই বৃদ্ধার সাহসের প্রশংসা করেছেন। আবার অন্যদিকে অনেকেই মহিলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। জানা গেছে তিনি ছোটবেলা থেকেই নদীতে সাঁতার কাটতেন ফলে স্রোত বা কত উঁচুতে লাফ দিচ্ছেন তা নিয়ে তিনি চিন্তিত নন। কিন্তু অন্য কেউ যেন তার দেখাদেখি এভাবে নদীতে ঝাঁপ না দেয় তার পরামর্শ দিয়েছেন ৭৩ বছরের এই সাহসী বৃদ্ধা ওমওয়াতি।


0/Post a Comment/Comments

Partner

Your Ads Here
73745675015091643