FmD4FRX3FmXvDZXvGZT3FRFgNBP1w326w3z1NBMhNV5=
items

[JSC & JDC Exam]: হচ্ছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা, ক্লাস মূল্যায়নে মিলবে সনদ: শিক্ষামন্ত্রী

 এ বছর অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

হচ্ছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা, ক্লাস মূল্যায়নে মিলবে সনদ: শিক্ষামন্ত্রী
এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়া হবে না। এখন আর এই পরীক্ষা দেওয়ার দরকার নেই।


রোববার (৫ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়া হবে না। এখন আর এই পরীক্ষা দেওয়ার দরকার নেই। সেজন্য এবার ক্লাস মূল্যায়নের মাধ্যমে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে।


তিনি আরও বলেন, নতুন পাঠ্যসূচিতে জেএসসি-জেডিসি পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয়নি। ২০২৩ সালে এই পরীক্ষা দেওয়ার প্রয়োজন দেখছি না। তাই বলা যায় অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা নেওয়া হবে না। তবে সরকার নতুন কোনো পরিবর্তন আনলে তা আগে থেকে বলা যাবে না। নতুন করে এই পরীক্ষা নেওয়ার কোনো চিন্তা নেই।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. আবু বকর সিদ্দিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান প্রমুখ।


0/Post a Comment/Comments

Partner

Your Ads Here
73745675015091643