FmD4FRX3FmXvDZXvGZT3FRFgNBP1w326w3z1NBMhNV5=
items

মুসাফাহার সুন্নাত ও আদবসমূহ

মুসাফাহা করা সুন্নাত। আমরা অনেকেই সঠিকভাবে মুসাফাহা করার নিয়ম জানিনা। ফলে অনেক ভুলভ্রান্তি হয়ে যায়। আজকে আমরা জানব মুসাফাহা করার সুন্নাত ও আদবসমূহমুসাফাহার সুন্নাত ও আদবসমূহ 

মুসাফাহার সুন্নাত ও আদবসমূহ


মুসাফাহার সুন্নাত ও আদবসমূহ

১। মুসাফাহা করা সুন্নাত। সাক্ষাতের সময় মুসাফাহা করতে হয়। বিদায়ের সময়ও মুসাফাহা হতে পারে ।

২। উভয় হাত যোগে মুসাফাহা করা সুন্নাত। অনন্যোপায় অবস্থায় ব্যতীত এক হাতে মুসাফাহা করা সুন্নাতের খেলাফ এবং তাকাব্বুর তথা অহংকারের আলামত ।

৩। মুক্ত হাতে মুসাফাহা করা সুন্নাত অর্থাৎ, মুসাফাহার সময় হাতের মাঝে কাপড় প্রভৃতির অন্তরায় থাকতে পারবে না ।

৪। মুসাফাহার মধ্যে হাদিয়ার টাকা হাতে গুঁজে দেয়া পছন্দনীয় নয়।

৫। মুসাফাহার পর নিজের হাতে চুমু দেয়া বা নিজের হাত বুকের উপর ফিরানো সুন্নাতের খেলাফ ও বিদআত। 

৬। কারও সঙ্গে এমন সময় মুসাফাহার জন্য হাত বাড়াবে না, যখন তার কোনো ব্যস্ততা বা লিপ্ততার কারণে মুসাফাহার জন্য হাত অবসর করতে সে বিব্রতবোধ করতে পারে ।

৭। কোনো মজলিসে যেয়ে সকলের সঙ্গে একাধারে মুসাফাহা করতে গিয়ে মজলিসের ধারাবাহিকতায় 
বিঘ্ন ঘটানো অনুচিত। এরূপ ক্ষেত্রে একজনের সাথে বা যার উদ্দেশ্যে সে গিয়েছে তার সাথে মুসাফাহা করার উপরই ক্ষান্ত করবে।


৮। মুসাফাহা করতে গিয়ে কাউকে কষ্ট দেয়া অনুচিত; কেননা মুসাফাহা করা সুন্নাত আর কাউকে কষ্ট দেয়া হারাম। সুন্নাত আদায় করতে যেয়ে হারাম করার অনুমতি নেই।

0/Post a Comment/Comments

Partner

Your Ads Here
73745675015091643