FmD4FRX3FmXvDZXvGZT3FRFgNBP1w326w3z1NBMhNV5=
items

প্রাকৃতিক দুর্যোগ । অনুচ্ছেদ । বাংলা ২য়

প্রাকৃতিক দুর্যোগ অনুচ্ছেদ

প্রাকৃতিক দুর্যোগ হলো এমন একটি ঘটনা যা সমগ্র পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিরিক্ত বৃষ্টিপাত, ভূমিকম্প, খরার মতো কিছু সাধারণ প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে হানা দেয়। প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেশের উপকূলীয় অঞ্চলে অনেক ক্ষতি সাধিত হয়। এর ফলে অনেক লোক মারা যায়, অনেকে নিঃস্ব হয়ে যায় এবং অনেকে গৃহহীন হয়ে যায়। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক গবাদি পশু মারা যায়, অনেক ঘরবাড়ি ভেঙে যায় এবং অনেক রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।

প্রাকৃতিক দুর্যোগ । অনুচ্ছেদ । বাংলা ২য়
প্রাকৃতিক দুর্যোগ অনুচ্ছেদ

অন্যদিকে, প্রাকৃতিক দুর্যোগের পর শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় এবং যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যায়। যে কোনো প্রাকৃতিক দুর্যোগই মানুষের অবর্ণনীয় দুঃখকষ্ট ডেকে আনে। মূলত প্রাকৃতিক দুর্যোগের নিকট আমরা অসহায়। দুর্যোগ পরবর্তী দিনগুলো খুবই দুর্বিষহ। আক্রান্ত এলাকায় দুর্ভিক্ষ বিস্তার লাভ করে। কলেরা, আমাশয়ের মতো অনেক পানিবাহিত রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে। খাবার পানির অভাব দেখা দেয়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে থাকে। প্রাকৃতিক দুর্যোগের খারপ প্রভাব থেকে রেহাই পেতে হলে আমাদের উচিত বেশি করে গাছ লাগানো। অনেক অসাধু ব্যবসায়ী লাভের জন্য বন নিধন করে পরিবেশের ব্যপক ক্ষতি করছে। লাগামহীনভাবে গাছ কেটে ফেলার দরুন পরিবেশের উপর খারাপ প্রভাব পড়ছে। ফলশ্রুতিতে জলবায়ু পরিবর্তন হচ্ছে।

আমরা প্রাকৃতিক দুর্যোগ থামাতে পারবো না, তবে আমরা দুর্গতদের দুঃখ-কষ্ট লাঘব করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি। আমরা জনগণের মধ্যে সচেতনতা জাগিয়ে তুলতে পারি এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি। এভাবে প্রাকৃতিক দুর্যোগকে এড়ানো না গেলেও প্রতিহত করা সম্ভব হবে এবং ক্ষতির পরিমাণও অনেকাংশে হ্রাস করা যাবে।

0/Post a Comment/Comments

Partner

Your Ads Here
73745675015091643