FmD4FRX3FmXvDZXvGZT3FRFgNBP1w326w3z1NBMhNV5=
items

ফের করোনা আক্রান্ত হলেন শিক্ষামন্ত্রী দীপু মনি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শনিবার (১৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ফের করোনা আক্রান্ত হলেন  শিক্ষামন্ত্রী দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি


মন্ত্রীর শরীরে করোনাভাইরাসের কিছু লক্ষণ পাওয়া গেছে বলে জানা গেছে। এরপর পরীক্ষার রিপোর্টে শিক্ষামন্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। 

এর আগে ২০২০ সালের ৬ ডিসেম্বর শিক্ষামন্ত্রী দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হন। দেশে গত কয়েকদিনে আবারও করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দিন দিন বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। নিহতদের মধ্যে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও রয়েছেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি ২০০৮ সালে চাঁদপুর-৩ আসনে জয়ী হয়ে সংসদ সদস্য হন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা তাকে বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়। তিনি দশম সংসদের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও ছিলেন। ২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে পুনঃনির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান।


0/Post a Comment/Comments

Partner

Your Ads Here
73745675015091643