FmD4FRX3FmXvDZXvGZT3FRFgNBP1w326w3z1NBMhNV5=
items

সালামের জবাব দেওয়ার সুন্নাত ও আদবসমূহ

 প্রিয় পাঠক, ইতোমধ্যেই আমরা জেনেছি কীভাবে সালাম দিতে হয়। আজ আমরা জানব কেউ সালাম দিলে এর উত্তর কীভাবে দিতে হয় এবং এর সুন্নাতসমূহ কী কী। 

সালামের জবাব দেওয়ার সুন্নাত ও আদবসমূহ
সালামের জবাব  দেয়া ওয়াজিব


সালামের জবাব দেওয়ার সুন্নাত ও আদবসমূহ

১। সালামের জবাব  দেয়া ওয়াজিব। জামাআতের মধ্য থেকে একজন জবাব দিলে সকলের পক্ষ থেকে যথেষ্ট হবে।

২। সালামের জবাব শুনিয়ে দেয়া জরুরি। (যদি সালামদাতা নিকটে থাকেন) আর যদি সালামদাতা দূরে থাকেন, তাহলে মুখে জওয়াব দেয়ার সাথে সাথে ইশারা দ্বারাও তাকে অবহিত করবে, বিনা প্রয়ােজনে ইশারা করবে না, মাথা ঝুঁকাবে না।

৩। সালামদাতা (আসসালামু আলাইকুম) বললে তার জবাবে “ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ” বলা উত্তম। বরং “ওয়া বারাকাতুহ” বৃদ্ধি করে দিলে আরও উত্তম। আর সালামদাতা ওয়া রহমাতুল্লাহ্ সহ সালাম দিলে তার জবাবে ওয়া বারাকাতুহু বৃদ্ধি করে দেয়া উত্তম।

৪। আওয়াজ ও ভাব-ভঙ্গির ক্ষেত্রে পূর্বোক্ত নিয়ম প্রযােজ্য হবে। কেউ অন্য কারও সালাম পৌঁছালে তার জবাবে বলবেঃ 

সালামের জবাব দেওয়ার সুন্নাহ ও আদবসমূহ

৫। কোনাে অমুসলিম আস্সালামু আলাইকুম বলে সালাম দিলে তার জওয়াবে শুধু বলবে, “ওয়া আলাইকুম” অথবা শুধু ইশারা করে দিলেও যথেষ্ট।


৬। একই সঙ্গে দুই জন একে অপরকে সালাম দিলে প্রত্যেককেই আবার জওয়াব দিতে হবে। তবে আগে পরে হলে আগেরটা সালাম এবং পরেরটা জওয়াব বলে গণ্য হবে। এ অবস্থায় কাউকেই আর জওয়াব দিতে হবে না।



0/Post a Comment/Comments

Partner

Your Ads Here
73745675015091643