FmD4FRX3FmXvDZXvGZT3FRFgNBP1w326w3z1NBMhNV5=
items

এসএসসি'র ফরম পূরণের সময় বাড়ল। চলবে ১৬ মে পর্যন্ত

 

নতুন ঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীরা সোমবার (০৯ মে) থেকে ১৬ মে পর্যন্ত এসএসসি ফরম পূরণ করতে পারবে।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীরা সোমবার (০৯ মে) থেকে ১৬ মে পর্যন্ত এসএসসি ফরম পূরণ করতে পারবে।

রোববার (০৮ মে) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষা-২০২২ এর ফরম পূরণের বর্ধিত সময়কাল সোমবার (৯ মে) থেকে ১৬ মে এবং অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মে। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬১৫ টাকা, ব্যবসায় শিক্ষার জন্য ১ হাজার ৪৯৫ টাকা এবং মানবিকের জন্য ১ হাজার ৪৯৫ টাকা। পরীক্ষার্থীদের ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত বেতন এবং সেশন চার্জ দিতে হবে।

কোনো শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক এক থেকে চার বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ জন্য ব্যবহারিক ছাড়া ৩৫০ টাকা আর ব্যবহারিকসহ ৪০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

0/Post a Comment/Comments

Partner

Your Ads Here
73745675015091643